২৯ মে থেকে ফের চালু হবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস
চলতি মাসেই ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় শুরু হবে। ২৯ মে থেকে ফের চালু হবে এই ট্রেন পরিষেবা।
করোনা অতিমারির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০২০ সালের মার্চ মাসে কলকাতা এবং বাংলাদেশের শহরগুলির মধ্যে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছিল। বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার কারণে ভারতে আসেন। বিমানে যাতায়াত করার মতো সামর্থ্য অনেকেরই নেই। ফলে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন বহু মানুষ। এবার সকলের সুবিধার্থে ফের চালু করা হচ্ছে এই পরিষেবা।
রেলওয়ে বোর্ড ২৯ মে বাংলাদেশ রেলওয়ে রেক দ্বারা কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা থেকে ভারতীয় রেলওয়ে রেক দ্বারা কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু করার আদেশ জারি করেছে। এনজিপি-ঢাকা মিতালি এক্সপ্রেসের পরিষেবা ১ জুন রেলভবন থেকে ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীদের দ্বারা মিতালি এক্সপ্রেসের নির্ধারিত ভার্চুয়াল পতাকা প্রদর্শনের পরে শুরু হবে। ওই সময় বাংলাদেশের রেলমন্ত্রী ভারতে থাকবেন বলে আশা করা হচ্ছে।