+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বৃক্ষরোপনের মাধ্যমে চাঁচলে পরিবেশ দিবস পালন করলো তিনটি পৃথক সংস্থা।

সানু ইসলাম - June 7, 2024 1:48 am - কোথায় কি হচ্ছে!

বৃক্ষরোপনের মাধ্যমে চাঁচলে পরিবেশ দিবস পালন করলো তিনটি পৃথক সংস্থা।

বৃক্ষরোপনের মাধ্যমে চাঁচলে পরিবেশ দিবস পালন করলো তিনটি পৃথক সংস্থা। এদিন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সবাই জানে ‘একটি গাছ একটি প্রাণ’। এই স্লোগানকে সামনে রেখে বুধবার দিন মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হলো এদিন। উপস্থিত ছিলেন, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার, সহকারি সুপার ত্রিদেব মাইতি, আরিফ সরকার, সহ অন্যান্য চিকিৎসকরা।

এদিন তারা বিভিন্ন প্রজাতির প্রায় পঞ্চাশটি গাছ লাগান। হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতে রোগীর আত্মীয়দের ছায়া প্রদান করবে এই গাছগুলি। অন্যদিকে, চাঁচল-১ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এদিন। পরিবেশকে সবুজ করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ২০০ চারাগাছ বিরতণ ও রোপণ করা হয় চাঁচল কলেজ চত্বরে।চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএমসি জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু সরকার, চাঁচল কলেজ ছাত্র পরিষদের ইউনিটের সভাপতি নাসিমুল হোক, ছাত্রনেতা অংকুর পোদ্দার সহ অন্যান্য কলেজ পড়ুয়ারা।

এছাড়াও চাঁচল মহকুমা আদালতে চত্বরে বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। মহকুমা আদালত চত্বরে স্বাধীনতা সংগ্রামী শহীদ কৃষ্ণকুমার চৌধুরীর প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরিবেশকে সবুজ করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ৫০০ চারাগাছ বিরতণ ও রোপণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদহ জেলা আদালতের অতিরিক্ত বিচারক বিপ্লব রায়, অতিরিক্ত মুখ্য বিভাগীয় আদালতের বিচারক অরিন্দম চক্রবর্তী, চাঁচল বার অ্যাসোশিয়েসনের সভাপতি চিন্ময় মিশ্র, বার অ্যাসোশিয়েসনের সম্পাদক মোহাম্মদ খাইরুল আনাম সহ অন্যান্য বিচারক সহ আইনজীবীরা।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube