চণ্ডীতলার বিজেপি প্রার্থী যশ এর আসল নাম হল ‘দেবাশিষ দাশগুপ্ত’
চণ্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন সংযুক্ত মোর্চা তথা বাম প্রার্থী মহম্মদ সেলিম। ইতিমধ্যে নিজের হলফনামা পেশ করেছেন যশ। আর তারপরই জানা গিয়েছে, যশের নাম আসলে যশ নয়। তাহলে?
আগামী ১০ এপ্রিল ভোট পরীক্ষা যশের। শেষবেলায় প্রচারের ময়দানেও চণ্ডীতলার মাঠঘাট চষে ফেলছেন টলিউড অভিনেতা। চণ্ডীতলার ঘরের ছেলের মতোই এলাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন। কখনও বা পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে, কখনও আবার পাড়ার ছেলের মতোই বাইক নিয়ে পেরিয়ে যাচ্ছেন কয়েক কিলোমিটার পথ। এরই মধ্যে এবার শোরগোল পড়েছে তাঁর আসল নাম নিয়ে।
টলিউড তাঁকে যশ দাশগুপ্ত নামেই চেনে। তাঁর অসংখ্য মহিলা অনুরাগীরা যশ বলতেই পাগল। কিন্তু যশের আসল নাম হল ‘দেবাশিষ দাশগুপ্ত’। নিজের হলফনামাতেই এমনটা জানিয়েছেন যশ। একইসঙ্গে তাঁর সম্পত্তির পরিমাণও প্রকাশ্যে এসেছে। সেই হলফনামা অনুযায়ী, বর্তমানে তাঁর একটি বিএমডব্লিউ গাড়ি রয়েছে। আছে আরও একটি গাড়ি। দুটি গাড়ির দাম প্রায় ৬৭ লক্ষ টাকা।
অভিনেতা-প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১০ লক্ষ টাকা। দক্ষিণ কলকাতার যে অভিজাত আবাসনে তাঁর নামে ফ্ল্যাটটি রয়েছে, তার দামও ১ কোটি ৬০ লক্ষ টাকা। ওই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন এলাকার দু’বারের বিধায়ক স্বাতী খন্দকার। রয়েছেন সিপিএম-এর মহম্মদ সেলিমও। ফলে কঠিন লড়াইয়ের মুখে যশ। তবে, জিততে আশাবাদী তিনি।