+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

একটানা চারদিন তুমুল ঝড়বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা - March 19, 2025 3:27 pm - রাজ্য

একটানা চারদিন তুমুল ঝড়বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আর কয়েক ঘণ্টা পরেই চরম দুর্যোগের ঘনঘটা বাংলায়। একটানা চারদিন তুমুল ঝড়বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। যার জেরে আগেভাগেই জারি হল সতর্কতা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তার পরের দু’দিন পারদ ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে।

আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে বাড়বে ঝড় ও বৃষ্টির দাপট। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামিকাল হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। শুক্রবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

শনিবার ও রবিবারেও দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র শুক্রবার ও শনিবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড় ও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube