+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

চার কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

নিজস্ব সংবাদদাতা - October 30, 2021 9:13 am - রাজ্য

চার কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

উত্তর ২৪ পরগনার খড়দা , দক্ষিণ ২৪ পরগনার গোসাবা , নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায়  আজ উপনির্বাচন।

শান্তিপুর বিধানসভার গোবিন্দপুর মাহিষ্যপাড়ার ৪০ নম্বর বুথে ইভিএম বিকল, বন্ধ ভোটগ্রহণ, নতুন ইভিএম এনে ভোট চালু করার চেষ্টা চলছে।

দিনহাটার একাধিক বুথের বাইরে বেআইনি জমায়েত তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ পেয়ে ভিড় হঠায় পুলিশ।

ডাবল ডোজ ভ্যাকসিন না থাকলে ভোটারদের বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ তুললেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

খড়দার সূর্যসেন হাইস্কুলে বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের পতাকা। সেক্টর অফিসারের নির্দেশে পতাকা খুলে ফেলেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে, এই বুথের সামনে বহিরাগত যুবককে ঘোরাফেরা করতে দেখে সরিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

ভোট দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল।

তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগে যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলই, পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থীর।

ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

উপনির্বাচনের আগের রাতে উত্তপ্ত গোসাবা। বিজেপি প্রার্থী পলাশ রানার বিরুদ্ধে এলারায় টাকা বিলির অভিযোগ তৃণমূলের। পাল্টা এজেন্টদের বুথে বাধা দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube