+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

চেতলা অগ্রণী

নিজস্ব সংবাদদাতা - October 20, 2020 12:02 pm - শারদ গৌরব

চেতলা অগ্রণী

দুঃসময়
ঘুমায় অরুণ সুদূর অস্ত-অচলে।
বিশ্বজগৎ নিশ্বাসবায়ু সম্বরি
স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে।
সবে দেখা দিল অকূল তিমির সন্তরি
দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা।
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনই, অন্ধ, বন্ধ করো না পাখা।
রবিবাবুর ‘দুঃসময়’ এভাবে প্রত্যক্ষ করতে হবে সেটা বোধ হয় আমরা কেউই দুঃস্বপ্নেও ভাবিনি। গোটা বিশ্বে যখন হাহাকার তখন বিশ্বজননীও রত্নালঙ্কারে সাজতে পারেন না। মা তাই সব আভরণ ত্যাগ করে চামুণ্ডারূপিণী। এই কঠিন দুঃসময়ে সকল জগৎবাসীকে প্রদীপ হাতে মা আশার আলো দেখাবেন এই আমাদের প্রার্থনা।
মহিষঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনি।
আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবি নমোঽস্তু তে৷৷

আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube