+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রিসাইক্লিং-এ নতুন চমক স্বামীজি রোভার ক্রু-র

নিজস্ব সংবাদদাতা - March 20, 2021 10:05 am - কোথায় কি হচ্ছে!

রিসাইক্লিং-এ নতুন চমক স্বামীজি রোভার ক্রু-র

পরিবেশকে ভালোবাসো, পরিবেশকে যত্ন করো , দেখবে পরিবেশ ও তোমায় রক্ষা করবে। এই পরিবেশ যাতে সুস্থ ও সজীব হয় সেই লক্ষ্যে ভারত স্কাউটস এন্ড গাইডস পশ্চিমবঙ্গ শাখা পরিচালিত V.GUARD এর সহায়তায় একটি COMMUNITY DEVELOPMENT PROJECT ‘SAVE THE PLANET’ কর্মসূচিতে স্বামীজি রোভার ক্রু ও হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন এর স্কাউটরা স্বামীজীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সমাজসচেতন কাজ করে চলেছে। আমাদের এই পৃথিবীকে সুন্দরতম গড়ে তোলার কাজে সদা সচেষ্ট।তারা Bottle planting, Waste Paper Bags, Eco-friendly Cycle Hike, community service on plastic awareness ইত্যাদি কাজ করেছে।

তারা বাইসাইকেল টায়ার মধ্যে গাছ বসিয়ে , রিসাইক্লিং পদ্ধতি প্রয়োগ করেছে। টায়ার একটা সময়ের পর পুড়িয়ে ফেলা হয় এবং তা থেকে তার তৈরি হয়। কিন্তু টায়ার পোড়ানোর সময় কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয় যা পরিবেশ দূষন করে।টায়ারে ছোট ছিদ্র করা হয়, যাতে জল ঠিকমত বেরোতে পারে।আমরা বিভিন্ন চারা গাছ যা ছড়িয়ে যায়, এমন গাছ বসাই এবং তা আমাদের স্কুল প্রাঙ্গণে সাজিয়ে রাখি। এতে বিদ্যালয়ের ছাত্ররা সম্যক ধারনা অর্জন করবে এবং এই পন্থা ব্যবহার করবে। এছাড়াও তারা ইকো-ব্রিকস তৈরী করেছে যেটি সমাজে একটি নতুন দিক প্রসারিত করবে। প্লাস্টিক বোতলের মধ্যে ফেলে দেওয়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য জড়ো করে Eco bricks বানিয়েছে। এগুলি তারা Fencing এর কাজে ব্যবহার করেছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube