করোনাভাইরাস রুখতে একগুচ্ছ নির্দেশ হাইকোর্টের
করোনাভাইরাস রুখতে একগুচ্ছ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে রাজনৈতিক সমাবেশে বা যে কোনও ধরনের জমায়েতে নির্বাচন কমিশনকে কোভিড বিধি যথাযথভাবে পালন করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি নির্বাচন কমিশন কী কী উদ্যোগ নিল, সেই নিয়ে সাতদিনের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত। এমনকী বিধিভঙ্গকারীদের বিরুদ্ধেও কমিশনকে যথাযথ আইনি পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার মামলার নির্দেশ দিতে গিয়ে আদালত জানিয়েছে, কমিশনের করোনা সংক্রান্ত নির্দিষ্ট যে প্রোটোকল রয়েছে, তার মধ্যে থেকে বাধ্যতামূলক ভাবে বেশ কয়েকটি বিধি পালন করতে হবে প্রত্যেককে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল, জমায়েতে মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজারের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে, ভিড়ে নিরাপদ দূরত্ব পালন করতে হবে। মানুষকে সচেতন করতে পুস্তিকা বিলি—সহ মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে। নির্দেশ দিতে গিয়ে আদালত আরও জানিয়েছে, কমিশনকে এটা খেয়াল রাখতে হবে, এই বিধিগুলো উপেক্ষা করে কেউ যাতে কোথাও জমায়েত করতে না পারেন। পাশাপাশি রাজনৈতিক নেতাদের উদ্দেশে আদালত জানিয়েছে, যে প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন তাঁরা যেখানেই ভোটের প্রচার করতে যান না কেন, এই বিধিগুলো তাঁদের কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়াও প্রার্থীকেই খেয়াল রাখতে হবে যে, কোনও জমায়েত কিংবা ভোট প্রচারের সময় কেউ এই বিধিগুলোর উপেক্ষা করছেন কি না। তাছাড়াও সমস্ত জেলার জেলাশাসক, মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপর দায় বর্তাবে, যাতে প্রশাসনিক সমস্ত দফতরগুলোয় কোভিড বিধি ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কি না তা খেয়াল রাখতে হবে তাঁদেরই। প্রার্থীদের মাস্ক পরার নির্দেশ দেওযা হযেছে।