করোনার চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর হারও। কিন্তু নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে চিন এবং দক্ষিণ কোরিয়ার কোভিড পরিস্থিতি। অন্যদিকে করোনার আরও এক নতুন স্ট্রেনের সংক্রমণ হু হু করে বাড়ছে ইজরায়েলে।
ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বেন গুরিয়ন বিমানবন্দরে দুই জন যাত্রীর করোনা পরীক্ষা করার পর নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। জ্বর এবং মাথা ব্যথা ছাড়া তাঁদের আর কোনও উপসর্গ ছিল না। হাসপাতালেও চিকিৎসাধীন থাকতে হয়নি তাঁদের। ওমিক্রনের উপপ্রজাতিতেই আক্রান্ত বলে ধারণা স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর মতে, বর্তমানে বিশ্বজুড়ে যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁরা ওমিক্রনের উপপ্রজাতিতেই সংক্রমিত হচ্ছেন। বিএ.২ উপপ্রজাতি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। প্রতি সপ্তাহেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। গত সপ্তাহে প্রতি ১০ জনের মধ্যে ১ জন এই নতুন স্ট্রেনে আক্রান্ত বলেই জানিয়েছে সিডিসি।
ইজরায়েল, চিন, দক্ষিণ কোরিয়ার কোভিড গ্রাফ দেখে করোনার চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কয়েকদিন আগেই আইআইটি কানপুরের গবেষকরা করোনার চতুর্থ ঢেউয়ের সতর্কবাণী দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই করোনার নতুন স্ট্রেন যেভাবে ছড়িয়ে পড়ছে, তা ঘিরে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষেরও।