+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

করোনা আবহে আরও বেশ কিছু ওষুধ হাতের কাছে রাখা জরুরি।

নিজস্ব সংবাদদাতা - January 11, 2022 10:55 am - স্বাস্থ্য

করোনা আবহে আরও বেশ কিছু ওষুধ হাতের কাছে রাখা জরুরি।

কোভিডের তৃতীয় ঢেউয়েও যে যে উপসর্গ অধিকাংশের দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম জ্বর, সর্দিকাশি, গায়ে ব্যথা। এমন উপসর্গ নিয়ে যাঁরা পরীক্ষা করিয়েছেন, তাঁদের বেশিরভাগেরই রিপোর্ট পজিটিভ। তাই অনেকেই জ্বর এলে ধরে নিচ্ছেন কোভিড। যার জন্য শুধু প্যারাসিটামল ট্যাবলেটেই ভরসা রাখছেন সকলে। কিন্তু করোনা আবহে আরও বেশ কিছু ওষুধ হাতের কাছে রাখা জরুরি। বাড়ির বাইরে নিয়মিত যাতায়াত করতে হয় অনেককে। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ মেনেই এই ওষুধগুলোর উপর ভরসা রাখতে পারেন।
১. জ্বর বা গায়ে ব্যথার মতো উপসর্গের জন্য প্যারাসিটামল।
২. ভেপার নেওয়ার জন্য কার্ভল প্লাস।
৩. গার্গল করার জন্য বেটাডাইন মাউথওয়াশ।
৪. ভিটামিন সি, বি কমপ্লেক্স, ডি থ্রি এবং জিঙ্ক ট্যাবলেট ডাক্তারের পরামর্শ মেনে খেতে হবে।
৫. উপসর্গ বুঝে ডাক্তারের পরামর্শ মেনে অ্যান্টিবায়োটিক রাখুন নিজের কাছে।
৬.পালস অক্সিমিটার অত্যন্ত জরুরি যন্ত্র। রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা ভীষণ জরুরি এই সময়।
৭. ডায়াবেটিস রোগীরা সি বি জি ব্লাড গ্লুকোজ মিটার কাছে রাখুন।
৮. হাঁপানির সমস্যা থাকলে নেব্যুলাইজার যন্ত্র হাতের কাছে রাখা জরুরি।
৯. রক্তচাপ মাপার যন্ত্রও কাছে রাখুন। কোভিড আক্রান্ত হলে রোজ রক্তচাপ পরীক্ষা করাও জরুরি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube