+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

কোভিড টাস্ক ফোর্সের প্রধান বলেন,কোভিডের কোনও ঢেউ সম্পর্কে আগে থেকে কোনও তারিখ ঘোষণা করে দেওয়াটা ঠিক নয়।

নিজস্ব সংবাদদাতা - June 28, 2021 7:26 pm - স্বাস্থ্য

কোভিড টাস্ক ফোর্সের প্রধান বলেন,কোভিডের কোনও ঢেউ সম্পর্কে আগে থেকে কোনও তারিখ ঘোষণা করে দেওয়াটা ঠিক নয়।

ভাইরাসের চরিত্র বেজায় জটিল, এনিয়ে নির্দিষ্ট ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। সেক্ষেত্রে কবে আছড়ে পড়বে কোভিডের তৃতীয় ঢেউ সেব্যাপারে আগাম কোনও ধারণা করা সম্ভব নয়। এমনকী ঠিক এই দিনে আছড়ে পড়বে ঢেউ, সেব্যাপারেও আগে থেকে কিছু বলা একেবারেই ঠিক নয়। এমনটাই জানিয়েছে কোভিড টাস্ক ফোর্স।কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পাল বলেন, কোভিডের কোনও ঢেউ সম্পর্কে আগে থেকে কোনও তারিখ ঘোষণা করে দেওয়াটা ঠিক নয়। কারণ ভাইরাসের চরিত্র একেবারেই আগে থেকে আঁচ করা যায় না। পাশাপাশি তিনি জানিয়েছেন, ফাইজার ভ্যাকসিন অনুমোদনের ব্যাপারে পথ ঠিক করার জন্য সরকারিস্তরে আলোচনা হচ্ছে।

খুব শীঘ্রই এই টিকাকরণের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সব দিক বিবেচনা করেই যথার্থ মন্তব্য করেছে কোভিড টাস্ক ফোর্স। কোভিডের তৃতীয় ঢেউ কবে আসবে এনিয়ে নানা কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এনিয়ে আতঙ্ক তৈরি হয়েছে বিভিন্ন স্তরে। পাশাপাশি এমনটাও অনেকে মনে করছেন যে ঢেউ দূরে, এখন কিছুটা ঢিলেঢালা মনোভাব নিলেও চলবে। এনিয়ে বিভ্রান্ত অনেকেই। তবে কোভিড টাস্ক ফোর্সের স্পষ্ট দাবি, করোনা ভাইরাসের চরিত্র আগে থেকে বোঝা সম্ভব নয়। সেকারণেই এই ঢেউ কবে আসবে তার দিনক্ষণ বলাও কার্যত অসম্ভব। সেক্ষেত্রে করোনা থেকে দূরে থাকার একমাত্র পথ, সতর্ক থাকা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube