+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ব্যারেল প্রতি ক্রুডের দাম ১২০ ডলারে উঠে যেতে পারে।

নিজস্ব সংবাদদাতা - February 25, 2022 11:19 am - দেশ

ব্যারেল প্রতি ক্রুডের দাম ১২০ ডলারে উঠে যেতে পারে।

চিত্র সৌজন্যে: The Economic Times

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে। আর এর জেরে জ্বালানির দাম নিয়ে অশনি সংকেত। এমনিতেই ভারতে পেট্রল-ডিজেলের দাম গত এক বছরে হু হু করে বেড়েছে। এবার সেই দাম আরও বাড়তে পারে। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের ওপর হামলা শুরু করতেই ক্রুডের দাম প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ১০৩ ডলার। আশঙ্কা, ভারতেও এর প্রভাব পড়বে। উত্তরপ্রদেশে ভোট থাকায় বর্তমানে সেই দাম এখনই না বাড়লেও আশঙ্কা ভোটের পর তা বাড়বে‌। এদিকে যুদ্ধ বেশি দিন স্থায়ী হলে ব্যারেল প্রতি ক্রুডের দাম ১২০ ডলারে উঠে যেতে পারে। আর এর জেরেই ভারতে লিটার প্রতি পেট্রলের দাম ধাপে ধাপে ১৫ টাকা বাড়তে পারে বলে খবর। পাশাপাশি সিএনজি ও এলপিজির দামও লিটার প্রতি ১০ থেকে ১৫ টাকা বাড়তে পারে‌। পাঁচ রাজ্যের ফল ঘোষণা হলেই এই দাম বাড়বে বলে মনে করা হচ্ছে‌। দীপাবলির আগের দিন রাতে কেন্দ্র প্রতি লিটার পেট্রল ও ডিজেলে ৫ টাকা ও ১০ টাকা করে কর ছাড়ের ঘোষণা করেছিল। তার জেরে দাম কিছুটা কমেছিল। কিন্তু সেই সময় ব্যারেল প্রতি ক্রুডের দাম ছিল ৮০ ডলার। সেই দাম প্রচুর বেড়ে গিয়েছে। যার জেরে অনেকটা দাম বাড়তে পারে পেট্রল-ডিজেলের।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube