+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

১০ মে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা - May 5, 2022 1:08 am - রাজ্য

১০ মে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে।

সপ্তাহান্তে বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে। তবে মনে একটা আশঙ্কা তো রয়েইছে। ঝড়বৃষ্টির আমেজ কাটলে ফের চরচরিয়ে বাড়বে গরম। তখন কী হবে?‌ আবহাওয়া দপ্তর যা শোনাল, তাতে আগামী কয়েক দিনও হতে পারে বৃষ্টি। কারণ নিম্নচাপ। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়ের সতর্কতাও জারি হয়েছে।
ভুবনেশ্বর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ৪ মে নাগাদ। তার জেরেই ওই অঞ্চলে ৬ মে নাগাদ তৈরি হবে নিম্নচাপ। পরের ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। সেই নিম্নচাপ ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই ঘূর্ণিঝড় ওডিশা–পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ১০ মে। তবে ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, তার পর স্থলে কোন পথে এগোবে, তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ৭ মে ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে। যদি ওডিশা উপকূলে আছড়ে পড়ে, তবে কেন্দ্রপাড়া, জাজপুর, ভদ্রক, ময়ূরভঞ্জ, বালেশ্বর, কেওনঝাড় দিয়ে এগিয়ে যাবে সাইক্লোন। তার জেরে বিহার, ঝাড়খণ্ড, ওডিশায় পরের তিন দিন বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া। পরের পাঁচ দিন সে রকম আবহাওয়া থাকবে তামিলনাড়ু, কেরল, কর্নাটক, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশে। এর মধ্যে কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টি হবে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর–পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, সিকিমেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। কারণ বঙ্গোপসাগর থেকে ছুটে আসবে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ–পশ্চিম বায়ু। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হবে পশ্চিম হিমালয়ের পাদদেশেও।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube