+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দক্ষিণ কলকাতার তালতলা মাঠে নববর্ষ উপলক্ষ্যে বই মেলা, ১৬-২৫ এপ্রিল

নিজস্ব সংবাদদাতা - April 19, 2023 10:08 am - কোথায় কি হচ্ছে!

দক্ষিণ কলকাতার তালতলা মাঠে নববর্ষ উপলক্ষ্যে বই মেলা, ১৬-২৫ এপ্রিল

কলকাতা প্রেস ক্লাব, মানুষকে বইমুখী করার প্রয়াসে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে অতিমারীর পরে আবার এবছর আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে (ই.ই.ডি.এফ-এর পাশে, সাউথ সিটি মলের বিপরীতে) পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নববর্ষ বই উৎসব। সহযোগিতায় কলকাতা পৌরসভা, কে.এম.ডি.এ, এবং ৯৩ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ। উৎসব জুড়ে উদ্‌যাপন করা হবে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক। উৎসব আয়োজন করার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতার বহু পাঠকবন্ধু দাবি জানিয়ে আসছিলেন। কারণ ময়দান থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা সল্টলেকের করুণাময়ীতে পাকাপাকি চলে যাওয়ার পর দক্ষিণের মানুষরা সেভাবে নিয়মিত যেতে পারতেন না। সেই অভাব মেটাতে উৎসব তাঁদের ঘরের কাছে।
বই উৎসবের উদ্বোধন, আগামী ১৬ এপ্রিল ২০২৩, সন্ধে সাড়ে ছটায়। ‘নববর্ষ বই উৎসব’ চলবে ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত। প্রতিদিন ৩টে থেকে রাত ৯টা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীমতী বাণী বসু, কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, সাংসদ কলকাতা পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী মালা রায়, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য বিধায়ক শ্রী দেবাশীষ কুমার এবং ৯৩ নং ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মৌসুমী দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।
আপনারা শুনে খুশি হবেন মেলার ১০ দিন জুড়ে প্রতিদিন বিকেলে থাকছে নানান বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক ও আলোচনাসভা। সব আলোচনায় উপস্থিত থাকছেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট গুণিজনেরা। এছাড়াও প্রায় রোজই থাকছে গান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক বিনোদনের অনুষ্ঠান।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube