কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি নামলেও, হাঁসফাঁস গরমে রীতিমতো অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। এমন আবহাওয়া থেকে কবে মিলবে রেহাই? প্রশ্ন সকলেরই। জবাব দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, গত কয়েকদিনের মতো আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকলেও, ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। তবে সন্ধের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। হালকা বৃষ্টি হলেও গুমোট ভাব কাটবে না এখনই। রবিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। চাঁদিফাটা রোদ না থাকলেও ভ্যাপসা গরমে আরও কিছুদিন অস্বস্তি বজায় থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩ জুন উত্তরবঙ্গ ও সিকিমে ঢুকেছে মৌসুমী বায়ু। যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাই। আগামী ৫ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও দিনাজপুরে এখনও মৌসুমী বায়ু প্রবেশ করেনি।