দক্ষিণবঙ্গে ISF-এর সঙ্গে কংগ্রেসের আসনরফা, বৈঠকে থাকলেন না অধীর
মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে এক বৈঠকে আব্বাস সিদ্দিকির ISF-এর সঙ্গে জোট নিয়ে আলোচনায় বসেন কংগ্রেস নেতারা। তবে বৈঠকে ছিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই বৈঠকেই ISF-কে দক্ষিণবঙ্গে ৩টি আসন ছাড়তে রাজি হয়েছে কংগ্রেস। তবে উত্তরবঙ্গের ব্যাপারে এখনো কোনও ফয়সালা হয়নি।
আব্বাসের দলকে আগেই ৩০টি আসন ছেড়েছে বামেরা। কংগ্রেস ৩টি আসন ছাড়ার পর আপাতত ৩৩ আসনে লড়ছে তারা। কংগ্রেস লড়ছে ৯২টি আসনে। তবে বামেরা কে কত আসনে লড়বে তা এখনো জানা যায়নি।
মঙ্গলবার আব্বাসের দাদা নওসাদ সিদ্দিকির সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য। আলিমুদ্দিন স্ট্রিটে সেই বৈঠকে হাজির ছিলেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
বৈঠক শেষে বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, ‘আমরা ISF-কে ৩টে আসন ছেড়েছি। আরও আলোচনা করতে হবে।’ তবে কোন কোন আসন তারা আব্বাসকে ছেড়েছেন তা অবশ্য জানাননি মান্নান। নওসাদ বলেন, ‘দক্ষিণবঙ্গে আমাদের আসনরফা চূড়ান্ত। উত্তরবঙ্গ নিয়ে কথা বলতে হবে।’ অবশেষে জোটের জট কি কাটলো?