দক্ষিণবঙ্গে হাজির হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ।
বুধ থেকে শুক্রবার অবধি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মৌসম ভবন জানিয়েছে, ওড়িশার দক্ষিণ উপকূলে সুস্পষ্ট একটি নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিসের মতে, এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টি কিছুটা হলেও বাড়বে। তবে আবহাওয়াবিদদের মতে, বাংলায় পুরোদমে বর্ষার বৃষ্টি পেতে হলে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ তৈরি হওয়া দরকার। না হলে হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই থেমে থাকতে হবে। আপাতত দক্ষিণ ওড়িশা উপকূলের নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার অবধি। উত্তর বঙ্গোপসাগরে জোরে হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার অবধি। তাই শুক্রবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যে বাড়বে তাপমাত্রা। আর এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমারও কোনও লক্ষণ নেই। এমনকি আগামী তিনদিন পার্বত্য অঞ্চল বাদে বাকি ডুয়ার্স ও সমতল উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।