ডানকুনি আবাসনে প্রদীপ ব্যানার্জী মঞ্চে ৭৫তম স্বাধীনতা দিবসে শিশুদের কোচিং ক্যাম্পের উদ্বোধন
১৫ই আগষ্ট, রবিবার ডানকুনি আবাসনে প্রদীপ ব্যানার্জী মঞ্চে ৭৫তম স্বাধীনতা দিবস খেলা হবেকে কেন্দ্র করে এক শিশুদের কোচিং ক্যাম্পের উদ্বোধন করলেন পতাকা উত্তলন করে হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব। আজ মাননীয় মুখ্যমন্ত্রী খেলা হবে, খেলা হবে স্লোগানের মধ্য দিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে ছোটো পরিবার একটি মাত্র সন্তান তাদেরকে উচ্চ পদে আসীন করার জন্য এই রকম খেলার থেকে পিছিয়ে রাখার ছেলে-মেয়েদের মাঠে আসতে দিতে চায়না। তারা চায় আমার ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার, থেকে শুরু করে অন্যান্য পেশাদারী, প্রফেশনে পড়াশোনা করলে সরকারি থেকে বড় বড় প্রতিষ্ঠানে চাকুরি করার সুযোগ পাবে এতে প্রচুর অর্থ উপার্জন করবে।
দিলীপবাবু আরও বলেন, আমাদের দেশ ৭৫ বছর স্বাধীনতা দিবস পলন করলেও ফুটবলে আমরা অনেক পিছিয়ে। সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্ঠাকে সফল করার আবেদন রাখেন, দিলীপ যাদব। এর পর আবাসনে বসবাসকারী আবাসিকরা ৮টি দলে বিভক্ত হয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে, তদের মধ্যে থেকে যে দুটি দল বিজয়ী ও বিজেতা হয় তাদের ট্রফি তুলে দেন আবাসনের বয়স্ক মানুষেরা।