ডানকুনি আবাসনের আবাসিক সত্যজিৎ চক্রবর্তীর পারিবারিক লক্ষীপূজা।
বুধবার, ২০সে অক্টোবর, ডানকুনি, হুগলী, ডানকুনি আবাসনের আবাসিক সত্যজিৎ চক্রবর্তীর পারিবারিক লক্ষীপূজা। এই পূজা সূচনা হয়েছিল স্বাধীনতার আগে যার নাম ছিল ভারতবর্ষ। ব্রিটিশ ২০০ বছর রাজত্ব করার পর ১৫ই আগস্ট ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করার পর নাম হল পূর্ব পাকিস্তান ও ভারত। সেই পূর্ব পাকিস্তান, বর্তমানের বাংলাদেশ সূচনা হয় চক্রবর্তী বাড়ির পারিবারিক পূজা তার পুর্ব পুরুষ। পারিবারিক নিয়মানুসারে বংশ পরম্পরা অনুসারে পূজা চলে আসছে। এবারে পূজার দ্বায়িত্ব পড়েছে, সত্যজিৎ চক্রবর্তীর একমাত্র পুত্র শুভ্রজিৎ চক্রবর্তীর স্ত্রী রিঙ্কি বসাক চক্রবর্তীর উপর সেই পুঁজ করছেন।