দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি শোভাবাজার
সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের জীবন প্রায় বিপন্ন। এখনও সেই বিপর্যয়ের ছবি রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবুও মানুষ হাড়েনি।
নতুন করে উঠে দাঁড়িয়েছে, নতুন করে বাঁচার জন্য। সবাই সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবছর আমাদের এমনিই একটা প্রচেষ্টা, বাঁচার লড়াই এর ছবি তুলে ধরতে চেয়েছি।
একদিকে বিপর্যয়ের রূপ অন্যদিকে নতুন করে গড়ে ওঠার স্বপ্নের মাঝে আগমনীর বার্তা। এই দুইএ মিলে এক করার ক্ষুদ্র প্রয়াস, এই বছরের স্বল্প বাজেটের বড় প্রয়াস। সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশ বিপর্যয়ের মুখে, এই হেন পরিস্থিতির দিকে তাকিয়ে স্বল্প বাজেটের পূজো আরো স্বল্প করা হয়েছে, কিন্তু ভাবনার ও শৈল্পিক কর্মের দিক থেকে সেটা ছোটো নয়।