+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দেউচা পাঁচামি এলাকা থেকে আদিবাসী নাচের দল ২১শে

নিজস্ব সংবাদদাতা - July 20, 2022 12:57 am - রাজ্য

দেউচা পাঁচামি এলাকা থেকে আদিবাসী নাচের দল ২১শে

দেউচা পাঁচামি কয়লা প্রকল্প এলাকা থেকে আদিবাসী নাচের দল ২১শে জুলাইয়ের সভায় যাওয়ার উৎসাহ বেশি। পানমণি টুডু, মাকু সোরেন, বাহামণি টুডু, বিটি হেমব্রম, লেমদে সোরেন এক-একটি দলের নৃত্যশিল্পী। হরিণশিঙা, দেওয়ানগঞ্জ সহ বিভিন্ন আদিবাসী এলাকার মানুষ এই শিল্পীরা। এঁদের পরিবারের সদস‍্যরা রাজ‍্য সরকারের আর্থিক প‍্যাকেজে খুশি। পরিবারের সদস‍্যরা পেয়েছেন চাকরি। তাই এবারে ২১শে জুলাইয়ের সভায় যাওয়ার উৎসাহ অনেকটাই বেশি। তাঁরা জানান, আমরা শিল্পী। আমরা পয়সার বিনিময়ে বিভিন্ন সভায় নাচতে যাই। কিন্তু এবার একটু আলাদা। পয়সা নিয়ে যাচ্ছি না। আমরা খুশিতে যাচ্ছি। মুখ‍্যমন্ত্রী কথা রেখেছেন। তাই আনন্দে নাচতে যাচ্ছি।আদিবাসী সেলের নেতা সুনীল সোরেন বলেন, ২১শে জুলাই প্রতিবারই আদিবাসীরা শামিল হয় আদিবাসী নাচ-গান নিয়ে। কিন্তু যেহেতু মুখ‍্যমন্ত্রী প্রতিশ্রুতিমতো তাঁর আকর্ষণীয় প‍্যাকেজ দিয়েছেন এবং সবাই উপকৃত তাই এবার ২১শে জুলাইয়ের সভায় যাওয়ার উদ্দীপনা একটু বেশিই। জানা গিয়েছে, ২৬০ জনের মধ‍্যে ১৪৯ জন চাকরিতে যোগদান করে চাকরির প্রশিক্ষণ নিচ্ছেন। মহম্মদবাজার ব্লকে আপাতত দুটো বাসের ব‍্যবস্থা হয়েছে। পাঁচটা নাচের দল যাচ্ছে। এক-একটি নাচের দলে মহিলা-পুরুষ মিলে দশ- বারো জন করে আছেন। সবাই চিরাচরিত আদিবাসী পোশাকে ধামসা মাদল, লাকারা নিয়ে ধর্মতলার সভায় হাজির হবেন। সুযোগ পেলে এঁদের কাউকে কাউকে মঞ্চেও দেখা যেতে পারে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube