শিবপুর দীনবন্ধু কলেজের প্রাক্তনী’দের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘রবীন্দ্রনাথ-নজরুল’ স্মরণ।
গত 27 শে মে শিবপুরে শিবপুর দীনবন্ধু কলেজের প্রাক্তনী’দের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘রবীন্দ্রনাথ-নজরুল’ স্মরণ অনুষ্ঠান।
গান-নাচ আর কবিতা পাঠে কলেজের প্রাক্তনী’রা শ্রদ্ধায় স্মরণ করলেন এই দুই বিরলতম ব্যাক্তিত্ব কে।কলেজ জীবনের দীর্ঘ চল্লিশ বছর পরে প্রাক্তনী’রা আবার মিলিত হয়েছিলেন,
স্বভাবতই প্রাক্তনী’দের মধ্যে পারস্পরিক আবেগ,মমত্ববোধ আর ভালবাসার সংমিশ্রণ মিলে মিশে এক অদ্ভুত আবেগঘন বাতাবরণ তৈরি হয়েছিল এই ‘কবি প্রণাম’ সন্ধ্যা’টিতে।
আগামীদিনে আরো অনেক সমাজ কল্যাণ মূলক কাজেও প্রাক্তনী’দের এই সংগঠন উদ্যোগ নেবে,
প্রাক্তনী’দের পক্ষ থেকে জানান হয়েছে।