+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

শোভন-বৈশাখী তো অমিতাভ রেখা নয় – দেবশ্রী

নিজস্ব সংবাদদাতা - March 17, 2021 9:08 am - রাজ্য

শোভন-বৈশাখী তো অমিতাভ রেখা নয় – দেবশ্রী

শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ত্যাগের পরই তৃণমূল ছেড়েছেন দেবশ্রী রায়। খবর, শোভন-বৈশাখীর জন্যই এতদিন বিজেপিতে যোগ দিতে পারেননি দেবশ্রী। তাই শোভন-বৈশাখীর প্রসঙ্গ উঠতেই ক্ষোভ উগরে দিলেন দেবশ্রী, বললেন, ‘ওরা অমিতাভ বচ্চন আর রেখা নয় যে ওদের নিয়ে এত আলোচনা করব। আই অ্যাম নট ইন্টারেস্টেড। অমিতাভ-রেখাকে দেখে বড় হয়েছি। ওদের কিছু হলে বিচলিত হব। তবে শোভন-বৈশাখী কতবার দল থেকে বেরবে, কতবার ঢুকবে আমার তা নিয়ে মাথাব্যথা নেই। ওদের নিয়ে এতটুকু আগ্রহী নই।’

শোভন একাধিকবার দাবি করেছেন যে, তিনিই রায়দিঘি থেকে দেবশ্রীকে জিতিয়ে এনেছেন। যা শুনে ক্ষিপ্ত বললেন, ‘দেবশ্রী রায় না হয়ে যদি মালতী রায় বা মাধবী রায় হতো, শোভনবাবু তাঁকে রায়দিঘিতে নিয়ে গিয়ে জেতাতে পারতেন।’

তৃণমূল ছাড়লেন কেন? দেবশ্রী বলছেন, ‘আমি শর্ত দিয়েছিলাম রায়িদিঘি থেকে দাঁড়াব না। তারপর আমার সঙ্গে কুণালবাবুর (কুণাল ঘোষ) দেখা হয়। ফোনেও কথা হয়। উনি বলেন দলের বিরুদ্ধে কিছু বলবেন না আপনি। দশ বছর ধরে বিধায়ক রয়েছি। চ্যালেঞ্জ করে বলছি কোনও সংবাদমাধ্যম বলতে পারবে না দলের বিরুদ্ধে একটা শব্দও বলেছি। উনি বলেন, একটি ব্যস্ত আছি। আপনার সঙ্গে বসে সমস্ত অভিযোগ, অনুযোগ শুনব। এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। কুণালবাবুর একটুও সময় হল না। ৫ মিনিটও সময় হল না বসে কথা বলার। অপেক্ষা করে দেখলাম, কারওরই সময় নেই কথা বলার। সবাই ব্যস্ত। তাই আমি নিজের সিদ্ধান্ত নিয়ে নিলাম।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube