+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দিল্লি বিমানবন্দরে ইতিমধ্যেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। 

নিজস্ব সংবাদদাতা - December 24, 2022 1:58 pm - দেশ

দিল্লি বিমানবন্দরে ইতিমধ্যেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। 

চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই করতে হবে আরটিপিসিআর পরীক্ষা।শনিবার থেকেই তা শুরু হল। এমনই নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দিল্লি বিমানবন্দরে ইতিমধ্যেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। দেশের সমস্ত বিমানবন্দরকেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। দিল্লির পাশাপাশি বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে দেশের আরও কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরেও। শনিবার থেকে ২ শতাংশ বিদেশ ফেরত যাত্রীর করোনা পরীক্ষা করছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিদেশ ফেরত যাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। পাশাপাশি, মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরেও শনিবার থেকে শুরু হয়েছে করোনা পরীক্ষা। একই চিত্র পুণে বিমানবন্দরেও। এটা ঘটনা ঝুঁকি এড়াতে বিদেশ ফেরত যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কারও রিপোর্ট পজিটিভ এলে কোভিড প্রোটোকল মেনে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করা হবে। এছাড়া বিমানে ওঠার আগে সমস্ত যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube