দেশে এক রেশন কার্ড নিয়ে বাংলাকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বিনা অজুহাতে এবং অবিলম্বে বাংলায় ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের এই প্রকল্প নিয়ে এর আগে তীব্র বিরোধিতা করেছিল বাংলার শাসক দল তৃণমূল। শুক্রবার বাংলার ওই অবস্থান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত বলল, ‘‘ আপনারা এ নিয়ে একের পর এক সমস্যা তৈরি করতে পারেন না।’’
এ ব্যাপারে মমতাকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেন, ‘‘সুপ্রিম কোর্ট কী বলেছে আমি জানি না। জানার পরই মন্তব্য করব।’’
সুপ্রিম কোর্টের রায়ের পর স্মৃতি ইরানি-সহ বিজেপি নেতা-নেত্রীরা পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে টুইট করেছেন।