দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
উত্তাল পরিস্থিতিতে বোনকে নিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সূত্রের খবর তেমনটাই। কোটা সংস্কারের দ্বিতীয় দফায় উত্তাল পড়শি দেশ। রবিবার সকাল থেকেই ঢাকা-সহ দেশের নানা জায়গায় জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা। বেলায় বেলায় উত্তপ্ত হচ্ছে সেখানকার পরিস্থিতি। এই পরিস্থিতিতে সোমবার জনগণের উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল অয়াকার উজ জামান। তার আগেই তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, এদিন ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এসবের মাঝেই দুপুরে জল্পনা বাড়ে হাসিনার দেশত্যাগের খবরের। সোমবার দুপুরে গণভবনের সামনে কাতারে কাতারে জমায়েত হয় বিক্ষোভকারীদের। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার দুপুরের বোন রেহানার সঙ্গে দেশ ছেড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সে দেশের সংবাদমাধ্যম যে ছবি দেখাচ্ছে, তাতে দেখা যাচ্ছে বহু মানুষ ইতিমধ্যে গণভবনে ঢুকে পোড়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়ীতেও ব্বিক্ষোভকারীরা হামলা চালায় বলে খবর।