ধর্মতলায় পার্শ্বশিক্ষকদের মঞ্চে পার্থকে ঘিরে বিক্ষোভ
আন্দোলনরত পার্শ্বশিক্ষদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়ায় কলকাতার ধর্মতলা চত্বরে। এদিন পাশ্বশিক্ষকদের দাবিদাওয়া বিবেচনার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। তবে তাতে আশ্বস্ত হতে পারেননি আন্দোলনকারীরা।
রবিবার দুপুরে হঠাৎই কলকাতার রানি রাসমণি রোডে পার্শ্বশিক্ষকদের মঞ্চে পৌঁছন শিক্ষামন্ত্রী। মঞ্চে উঠে শিক্ষক ঐক্য মঞ্চের দাবিদাওয়া বিবেচনার আশ্বাস দেন তিনি। শিক্ষামন্ত্রীকে মঞ্চে দেখে উত্তেজিত হয়ে ওঠেন বহু আন্দোলনকারী। বিশেষ করে মাদ্রাসা শিক্ষকরা তাঁদের বেতন বৃদ্ধির দাবিতে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছুক্ষণের মধ্যে মঞ্চ ছাড়েন তিনি।
শিক্ষামন্ত্রীর সফরের পরও আশ্বস্ত নন পার্শ্বশিক্ষকরা। তাদের অভিযোগ, দাবি পূরণের ব্যাপারে সুনির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি দেননি পার্থবাবু। ২০০৯ সালে বিরোধী আসনে থাকাকালীন একই ভাবে পার্শ্বশিক্ষকদের মঞ্চে এসে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ১০ বছরেও তা কার্যকর করেনি তাঁর সরকার।