ধনেখালিতে লকেট আসতেই তুমুল উত্তেজনা
হুগলি: শিবাইচণ্ডীপুরে বাড়ি ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের। কার্যত তাঁরই গড় শিবাইচণ্ডীপুর। আজ দুপুরে এখানকার বুথে লকেট চট্টোপাধ্য়ায় আসতেই তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অসীমাকে লক্ষ্য করে চোর-চোর স্লোগান তোলেন লকেট ও তাঁর অনুগামীরা। ফলে কার্যত ধুন্ধুমার শুরু হয়।