জলের তলায় তলিয়ে গিয়েছে দিঘা শহরের মূল রাস্তাও।দেখুন ভিডিও
দিঘায় উত্তাল সমুদ্র গ্রাস করছে শহরকে, এমন দৃশ্য আমফানেও দেখেনি দিঘাবাসী, খেলনার মতো জলে ভাসছে গাড়ি,দিঘায় ইয়াস-হানা। গার্ডরেল টপকে শহর গিলে খেতে আসছে সমুদ্র। এমন পরিস্থিতি আগে কখনও দেখেনি দিঘাবাসী,সাইক্লোন আছড়ে পড়ার আগেই লণ্ডভণ্ড হল দিঘা। উত্তাল সমুদ্র গার্ডরেল ভেঙে ফেলল। গোটা দিঘা শহর জলমগ্ন। নারকেল গাছের মাথা ছুঁয়ে ফেলছে সমুদ্রের ঢেউ। দিঘার বাসিন্দারা বলছেন স্মরণকালে এই দৃশ্য আর দেখেননি। হাওয়ার গতি অন্তত ৮৮ কিলোমিটার/ ঘণ্টা।মরণকামড় বসানো একেকটি ঢেউয়ের উচ্চতা ১৫ ফুটেরও বেশি।গোটা পূর্ব মেদিনীপুরেই কার্যত বন্যা পরিস্থিতি। জল ঢুকতে শুরু করেছে কন্টাইয়ে। স্থলভাগের যত কাছে আসছে ততই শক্তি বাড়াচ্ছে সাইক্লোন যশ।জলের তলায় তলিয়ে গিয়েছে দিঘা শহরের মূল রাস্তাও। জলের তলায় মূলবাজার। জল গ্রাস করেছে বহু গাড়িও।উপকূলবর্তী হোটেলগুলি জলমগ্ন। যখনতখন ভেঙে পড়তে পারে বিদ্যুতের খুঁটি। এই মুহূর্তে সাধারণ মানুষ গবাদি পশুদের প্রাণ বাঁচানোই চ্যালেঞ্জ প্রশাসনের।