+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দীঘার সমুদ্র সৈকত ধরে ছুটছে টয় ট্রেন!

নিজস্ব সংবাদদাতা - April 8, 2021 6:59 pm - রাজ্য

দীঘার সমুদ্র সৈকত ধরে ছুটছে টয় ট্রেন!

যা ছিল শুধু পাহাড়ের অহঙ্কার এখন তা সমুদ্রেরও হয়ে গেল। দীঘার সমুদ্র সৈকতে বসে এতদিন তার শোভা উপভোগ করতেন। এবার তা টয় ট্রেনে চড়েও মিলবে। সমুদ্র সৈকত ধরে ছুটবে টয় ট্রেন! কোনওদিনও কল্পনাও করেননি পর্যটনপ্রেমী বাঙালি। সেই ভাবনাকেই পরিকল্পনা করে বাস্তবায়িত করা হল।

কোথা থেকে টয় ট্রেন কোথায় যাবে?‌ জানা গিয়েছে, দীঘা মোহনা থেকে উদয়পুর–তালসারি পর্যন্ত চালু হল টয় ট্রেন। এককথায় দার্জিলিংয়ের আকর্ষণ এবার দীঘাতেও মিলবে। যা আগে কেউ ভাবতেও পারেনি। এবার দীঘায় কেউ শুধু সমুদ্র উপভোগ করতে আসবেন না, বরং টয় ট্রেনের টানেও ভিড় বাড়বে সৈকত নগরীতে। পর্যটকরা সমুদ্র প্রেম উপভোগ করতে পারবেন টয় ট্রেনে সওয়ারি হয়ে।

মঙ্গলবার তৃতীয় দফা ভোটের দিনই ওই টয় ট্রেন পরিষেবা চালু করল দীঘা উন্নয়ন পর্ষদ। সমুদ্রের পাড় বরাবর ছুটবে ট্রেন। ফলে পর্যটকের সঙ্গে টানা তিন কিলোমিটার পথ ছুটে সমুদ্রের সৌন্দর্যও। সু্ন্দর–চওড়া রাস্তা, ঝকঝকে আলো এবং সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের ওই পথ এতদিন যেতে হতো ভাড়া গাড়িতে। বিশেষ করে উপকৃত হবেন বয়স্ক পর্যটকরা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube