+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দিলীপ ঘোষকে ২৪ ঘণ্টার জন্য ভোটপ্রচারে নিষিদ্ধ করল কমিশন

নিজস্ব সংবাদদাতা - April 16, 2021 10:27 am - রাজ্য

দিলীপ ঘোষকে ২৪ ঘণ্টার জন্য ভোটপ্রচারে নিষিদ্ধ করল কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার পর নির্বাচনী আচরণ বিধি ভেঙে এবার কমিশনের কোপে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনা নিয়ে মন্তব্যের জন্য তাঁকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করল কমিশন। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা।

গত ১১ এপ্রিল শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার পরদিন সকালে বরাহনগরে এক জনসভায় দিলীপবাবু বলেন, ‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ এর জেরে গত ১৩ এপ্রিল তাঁকে শো কজ করে কমিশন। বুধবার সকালে দিলীপবাবু জানান রাতেই সেই শো-কজের জবাব দিয়ে দিয়েছেন তিনি।

দিলীপবাবুর সেই জবাবে অসন্তুষ্টির ফলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দিলীপবাবুর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনও ভোটপ্রচারে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।

দিলীপবাবুর ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে কমিশন উল্লেখ করেছে, ওই মন্তব্য চরম প্ররোচনামূলক। যার যেরে আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি হতে পারে। যার জেরে প্রভাবিত হতে পারে নির্বাচনী প্রক্রিয়া।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube