দিনহাটায় গুলিবিদ্ধ ২ বিজেপি প্রার্থী
একাধিক মামলা, বিতর্কের পর আজ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এক দফায় হচ্ছে পঞ্চায়েত ভোট। সকাল থেকে সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন। সকাল ১১টা পর্যন্ত রাজ্য জুড়ে ভোটের হার ২২.৬০ শতাংশ। তার মাঝেই জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি। একাধিক জায়গায় অভিযোগ ছাপ্পা ভোটের। দিনহাটায় ব্যালট বক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গেরুয়া শিবিরের দাবি, ভোট লুঠের বিরোধীতায়, প্রতিবাদ স্বরূপ ব্যালট বক্সে জল ঢেলে দেওয়া হয়েছে।
একই সঙ্গে গুলি চলেছে দিনহাটায়। দিনহাটার গীতলদহ। ভোট প্রক্রিয়া চলাকালীন সেখানে গুলি চলার অভিযোগ উঠেছে। অভিযোগ গুলিবিদ্ধ হয়েছেন ২ বিজেপি প্রার্থী। তাঁদের বুকে এবং পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনায় অন্তত ৪ জন জখম হয়েছেন বলে খবর। গীতলদহের পর সংঘর্ষের ছবি ফুটে উঠেছে বীরভূমের ময়ূরেশ্বরেও। শাসক এবং বিরোধী রাজনৈতিক দলের সংঘর্ষের অভিযোগ