পূর্ব ভারতে সর্বপ্রথম “ডিপ্লোমা ইন ফায়ার এন্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি”-র কোর্স চালু
কলকাতা, ৭ই অক্টোবর বৃহস্পতিবার, পার্ক হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হল পূর্ব ভারতে সর্বপ্রথম “ডিপ্লোমা ইন ফায়ার এন্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি”-র কোর্স চালু করলো প্রিস্টিন স্কিলপাওয়ার প্রাইভেট লিমিটেড। এখানে শিক্ষা গ্রহন করতে গেলে, যেকোনো দ্বাদশ পাশ শিক্ষার্থী ১২ মাসের এই ডিপ্লোমা কোর্স-এ ভর্তি হতে পারবে। এখানে থেকে পাস করে কি রকম চাকুরী পাবে তা নিয়ে প্রধান আলোচক ছিলেন, মারিয়াস ডে কলেজের অধ্যক্ষ অমিতাভ দত্ত, ওনার সঙ্গে অংশ গ্রহন করেন, রাজ্যসভার সাংসদ নাদিমূল , টিএমসির সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদিকা সোফিয়া খান, ম্যাকাউটের সিসিপিটিআর সেলের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইন্দ্রনীল মুখোপাধ্যায়, এবং সেলের সিনিয়র কো-অর্ডিনেটর ড. প্রদীপ চক্রবর্তী ও বরেন্দ্র মোহন সেন প্রিস্টিন স্কিলপাওয়ার-র উপদেষ্টা এবং পশ্চিমবঙ্গ ফায়ার এন্ড ইমারজেন্সি সার্ভিসের প্রাক্তন ডিরেক্টর এবিষয়ে বলেন “প্রিস্টিন-এর উদ্যোগে আর ম্যাকাউটের সহযোগিতায় এই ধরনের কোর্স চালু হওয়া সত্যিই একটা নতুন অধ্যায়ের সূচনা পূর্বভারতে। ১২ মাসের এই কোর্সটির জন্য প্রতি শিক্ষার্থীকে ২৫০০০/- টাকা ফি বাবদ জমা করতে হবে। প্রতি শিক্ষাবর্ষে একটি ক্লাসে ৬০ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস করানো হবে।