দিশারীর জনকল্যাণ কর্মকাণ্ড
শিক্ষা এবং খেলাধুলার পর বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের সাহায্যে এগিয়ে এলো হাওড়ার দিশারী কুন্তল কাঁড়ার ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটি।
দোল পূর্ণিমার রঙিন সন্ধ্যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বাঘমুণ্ডি ব্লকের বাগান্ডি গ্রামের বিশেষ ভাবে সক্ষম পশুপতি লোহার এবং উসুল ডুংড়ি গ্রামের পাহাড় হেমব্রম কে তাদের জীবন প্রবাহ কে গতিশীল করে রাখতে হুইল চেয়ার প্রদান করা হয়। এই উপহার পেয়ে দুই পরিবারের খুশির হাওয়া। দারিদ্র ভরা জীবনে এক টুকরো সোনালী আলো।
সূর্যান্ডি গ্রামের সিধু কানহু শিক্ষা নিকেতনে প্রায় ১৪০ জন ছাত্রছাত্রীদের দেওয়া হয় রঙিন জার্সি। সঙ্গে ফুটবল। সংস্থার সহ সভাপতি বানীব্রত কাঁড়ার জানান “বাংলার ফুটবলের স্বর্ণযুগকে ফিরিয়ে আনতে তাদের এই সামান্য প্রয়াস।বিশেষ করে অযোধ্যা পাহাড়ের আদিবাসী ছেলেমেয়েদের ফুটবলের প্রতি যে ভালোবাসা এবং আগ্রহ তাতে আমরা অভিভূত।”
প্রসঙ্গ দোলের দিন ছাত্রছাত্রীদের সঙ্গে বানীব্রত কাঁড়ার ও উপানন্দ প্রামানিকের নেতৃত্বে একদল তরতাজা আদর্শবান যুবক অজয় গুপ্তা, চিত্তব্রত কাঁড়ার, অসিত গায়েন, সরোজ সাউ, দেবাশীষ দেবনাথ, সোমনাথ দাস, কৌশিক দলুই, চিরঞ্জিত সামন্ত, শ্রীকান্ত বাগ, সুভাষ হাইত দিশারীর সদস্যরা আবির খেলায় মেতে ওঠেন। ছাত্রছাত্রীরাও পরিবেশন করে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। মিষ্টি বিতরণ এবং মধ্যাহ্ণভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
পাহাড়ে ছোটদের মধ্যে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে দিশারী আরও দুটো বিদ্যালয়ে আষড়া ব্লকের চুনকুডি শিশু শিক্ষা কেন্দ্রে এবং ভীমজারা গ্রামের সিধু কানহু বিরষা গুরুগমকে মিশনের ছাত্রছাত্রীদেরও ফুটবল উপহার দেওয়া হয়। সঙ্গে মিষ্টি।