+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিদায় নন–এসি মেট্রো।

নিজস্ব সংবাদদাতা - October 24, 2021 10:44 am - কলকাতা

বিদায় নন–এসি মেট্রো।

বিদায় নন–এসি মেট্রো। আজ, রবিবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে কলকাতা মেট্রোর নন–এসি রেক। যা ১৯৮৪ সালের ২৪ অক্টোবর দেশের মধ্যে প্রথম কলকাতায় শুরু হয়েছিল। সকালেই গীতা পাঠের মধ্যে দিয়ে চিরবিদায় জানানো হবে। কলকাতা মেট্রোর ৩৭তম প্রতিষ্ঠা দিবসে চিরবিদায় জানানো হবে নর্থ–সাউথ করিডরে দীর্ঘদিন পরিষেবা দেওয়া শেষতম নন–এসি রেকটিকে।

মেট্রো সূত্রে খবর, আজ পুরনো কর্মীরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। যাঁরা এই নন–এসি রেক দিয়ে মেট্রো পরিষেবা দেওয়া শুরু করেছিলেন। আজ, বিকেল পর্যন্ত এই নন–এসি রেক রাখা থাকবে। তাই আজ মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনে (টালিগঞ্জ) বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ, ইতিহাসের পাতায় চলে যাবে কলকাতার নন–এসি মেট্রো রেক।

কখনও আকাশি–নীল, কখনও হলুদ–লাল, আবার সাদা–কালো রঙের মেট্রোরেল দেখেছেন বাংলার মানুষ। আর সেই বাতিল হতে চলা একটি নন–এসি রেকের ভিতরে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রেকটির মধ্যে মেট্রোর ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতের একাধিক কর্মকাণ্ড তুলে ধরা হবে। এই নন–এসি মেট্রো চেন্নাই থেকে কলকাতায় এসেছিল। আজ তা অতীত হয়ে যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের জেরে দীর্ঘদিন মেট্রো রেল পরিষেবা বন্ধ ছিল। তারপর ই–পাস কিংবা স্মার্ট কার্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত যাত্রী নিয়েই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ছুটছে মেট্রো। সেই সূত্রে ২০২০ সালের শেষদিক থেকেই সংশ্লিষ্ট রুটে নন–এসি রেক পরিষেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। তবে জরুরি প্রয়োজনে বের করা হবে এই নন–এসি মেট্রোকে। সুতরাং এটাই বিদায়বেলার সান্ত্বনা।

এখন যাত্রী পরিষেবায় এসি রেক ব্যবহার করা হচ্ছে। তাই আজকে নন–এসি রেকের আনুষ্ঠানিক বিদায়ে রীতিমতো স্মৃতিতে রাখার ব্যবস্থা করা হচ্ছে নন–এসি রেককে। রাতে লাইন পরীক্ষা, স্টাফ স্পেশাল, সিগন্যাল চেকিং, নয়া লাইনে দৌড়ানো সবটাই সারবে সেই নন–এসি মেট্রো রেক। আপাতত সিদ্ধান্ত, মেট্রোর ২২টি এসি রেক দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দৌড়বে। আর নন–এসি রেকগুলি রাখা থাকছে নোয়াপাড়া কারশেডে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube