+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দক্ষিণে বিজেপি একক বৃহত্তম দল হবে,আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা - May 21, 2024 2:08 am - দেশ

দক্ষিণে বিজেপি একক বৃহত্তম দল হবে,আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী

দক্ষিণে বিজেপি একক বৃহত্তম দল হবে। পঞ্চম দফার নির্বাচনের আগের দিন সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি দাবি করেছেন, এনডিএ লোকসভায় ৪০০ আসন পার করে দেবে। ৪ জুন যখন ফলাফল আসবে, তখনই তা বোঝা যাবে বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, সারা দেশের জন্য কৌশল একই। ফির একবার মোদী সরকার। অর চার জুন চারশো পার। তিনি বলেছেন, বিরোধীরা একটা মিথ তৈরি করেছে, দক্ষিণের রাজ্যে বিজেপির কোনও শক্তি বা উপস্থিতি নেই।

দক্ষিণে সব থেকে বড় দল হবে বিজেপি

প্রধানমন্ত্রী বলেন, ২০১৯-এর নির্বাচনের দিকে তাকান। সেই সময় দক্ষিণে সব থেকে বড় দল ছিল বিজেপি। আর এইবারও দক্ষিণে সব থেকে বড় দল হবে বিজেপি। সহযোগী দলগুলি আরও আসন যোগ করবে বলেও দাবি করেছেন তিনি। পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকার প্রধানমন্ত্রী বলেছেন, দক্ষিণ ভারতে একক বৃহত্তম দল হবে বিজেপি। সঙ্গে তিনি দাবি করেছেন, গতবারের থেকে ব্যবধান আরও বাড়বে।

প্রধানমন্ত্রী বলেছেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিজেপি আসন ভাগাভাগি সম্পূর্ণ করেছে। সেখানে ভোটের আগেও বড় লাফ দেখা যাবে বলে দাবি করেছেন তিনি।দ

দক্ষিণে বিজেপির শক্তি কত?

সারা দেশের ৫৪৩ টি আসনের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ১৩১ টি আসন রয়েছে। বিদায়ী লোকসভায় কর্নাটক থেকে বিজেপি সমর্থিক একজন ছাড়াও গেরুয়া শিবিরের ২৯ জন সাংসদ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, পূর্ব ভারতেও জনগণের থেকে ব্যাপক সমর্থন তাঁরা ইতিমধ্যেই পেয়েছেন। ভুবনেশ্বর এবং কলকাতায় তা দেখা গিয়েছে। তিনি আরও দাবি করেছেন, জনগণের আশীর্বাদে বিজেপি এবার রেকর্ড ব্রেকিং ম্যান্ডেট পাবে। তিনি বলেছেন, দেশের সব জায়গা থেকে বিশেষ করে দক্ষিণ এবং পূর্ব থেকে আরও বেশি আসন পাবে বিজেপি।

৪০০ আসনের পথে এনডিএ
প্রধানমন্ত্রী দাবি করেছেন, এনডিএ চারশো আসনের পথে রয়েছে। অন্যদিকে কংগ্রেস ও ইন্ডিয়া ব্লক কিছু রাজ্যে তাদের অ্যাকাউন্ট খুলতে লড়াই করছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিজেপি কেবল ভৌগলিক উপস্থিতিতেই নয়, আদর্শেও একটি সত্যিকারের জাতীয় দল।

বিজেপির ভিত্তি হল দেশ আগে
প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপির ভিত্তি হল দেশ আগে। যদি বিজেপি বাংলা বা কেরলের জন্য কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে তা ‘দেশ আগে’র ওপরে ভিত্তি করেই নেওয়া হয়। তিনি বলেছেন, বিজেপিকে বলা হয় বানিয়া-ব্রাহ্মণদের দল। কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি সংখ্যাক দলিত, আদিবাদী, ওবিসি সাংসদ-বিধায়ক রয়েছে বিজেপির।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube