+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভোট চলাকালীন বড় ধাক্কা তৃণমূলের, বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বকে নিয়ে দল ছাড়লেন বিধায়ক

নিজস্ব সংবাদদাতা - April 8, 2021 6:48 pm - রাজ্য

ভোট চলাকালীন বড় ধাক্কা তৃণমূলের, বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বকে নিয়ে দল ছাড়লেন বিধায়ক

ভোটের আগে শাসকদল তৃণমূলে একের পর এক ভাঙন ধরিয়েছে বিজেপি। দলবদল করেছেন শুভেন্দু-রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের সঙ্গেই বিজেপিতে নাম লিখিয়েছেন একাধিক সাংসদ-বিধায়ক।

এমনকি তৃণমূল নেত্রীর প্রার্থী তালিকা প্রকাশের পরে নাম না থাকায় অনেকেই বিজেপিতে নাম লেখান। যাদের মধ্যে অনেকেই বিজেপির হয়ে এবার প্রার্থী হয়েছেন। এবার ভোট চলাকালীন বড়সড় ভাঙন তৃণমূলে। দল ছাড়লেন খোদ তৃণমূলের চেয়ারম্যান সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

বিজেপিতে যোগ দিলেন ইটাহারের বিদায়ী বিধায়ক

ইতিমধ্যে তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে। বাকি রয়েছে এখনও সাত দফার নির্বাচন। ঠিক ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের বিদায়ী বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য। তবে শুধু অমলই নন, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বিনয় সরকার-সহ কয়েকশো তৃণমূল নেতা ও কর্মী এদিন যোগ দিলেন বিজেপিতে।

দলবদলের পরেই ওড়ানো হল বিজেপির পতাকা
জানা যায়, ইটাহারের উল্কা ক্লাবে বিজেপির রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে বিজেপির পতাকা নেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। অমল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেত বলেই পরিচিত। শুভেন্দু দলবদলের ওই ক্লাবে ঘাস ফুলের পতাকা নামিয়ে খোলা হয় বিজেপি নয়া নির্বাচনী কার্যালয়। ভোটের আগে দলবদলে নিঃসন্দেহে বিজেপির শক্তিবৃদ্ধি হল।

প্রার্থী না করাতেই ক্ষোভ
উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মধ্যে একজন অমল আচার্য। কিন্তু এবার প্রার্থী করেনি তৃণমূল। তাঁকে প্রার্থী করার দাবিতে সোচ্চার হতে দেখা গিয়েছে ব্লক তৃণমূল কংগ্রেস নেতাদের। এবার উত্তর দিনাজপুর জেলায় দুটি বিধানসভা কেন্দ্রে দুই জয়ী প্রার্থীকে পরিবর্তন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা কেন্দ্রে দুবারের তৃণমূল বিধায়ক অমল আচার্যকে এবার প্রার্থী করেননি। সেই ক্ষোভেই অমলের এই দলত্যাগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও শুভেন্দু অধিকারীর দলবদলের পরেই অমলের দলবদলের ইঙ্গিত পেয়েই তাঁকে আর প্রার্থী করা হয়নি বলে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube