ডোমজুড়ে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উনসানিতে ধুন্ধুমার
হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে। ব্যাপক মারধর। ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন।মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকের বলে অভিযোগ।ঘটনার সূত্রপাত উনসানি ষষ্ঠীতলা এলাকায়। বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। অপরদিকে,উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতা বিধানসভার ২২৩ নম্বর বুথে উত্তেজনা দেখা দেয়।
রবিবার রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপোর ওপর একদল দুষ্কৃতীদের হামলার অভিযোগ।অভিযোগ ৩০ টি বাইক নিয়ে দুষ্কৃতীরা আসে ।এরপর বুথ সভাপতির খোঁজ চালায়।বুথ সভাপতিকে না দেখতে পেয়ে তার ভাইপো প্রবীর রঙের ওপর ধারলো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ । আহত অবস্থায় একটি বেসরকারি নাসি়ংহোমে ভর্তি করা হয়েছে তাঁকে। এদিকে,অবৈধ জমায়েত সরাতে লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানা এলাকার ক্ষিরোদময় প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, এই এলাকাটি শ্রীরামপুর কেন্দ্রের অন্তর্গত। এই স্কুলে পাঁচটি বুথ রয়েছে। সোমবার দুপুরে স্কুলের পাশে অবৈধভাবে জমায়েত হয় প্রচুর বহিরাগতরা। এরপর কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয় তাদের সেখান থেকে সরে যেতে। কিন্তু তা না শোনায় লাঠিচার্জ করে অবৈধ জমায়েত হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। অবৈধ জমায়েত সরিয়ে দেওয়ার পরই শুরু হয় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া।