হাওড়ার ডোমজুড় এ পুজোর আগে শ্রমিক ও তার পরিবারকে ভ্যাকসিন উপহার
ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জাপানি গেট, ধারা পাড়াতে শ্রমিকদের ও তাদের পরিবারকে ভ্যাকসিন দেওয়া হলো। করোনা দ্বিতীয় ঢেউ যেভাবে তাণ্ডব চালিয়েছিল সেই থেকে সরকার ও সকল মানুষ একটা শিক্ষা নিয়েছে। আবার ও তৃতীয় ঢেউ আসার সর্তকতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
পূজার মরসুমে অক্টোবরেই আছড়ে পড়তে পারে কর্নার তৃতীয় ঢেউ তাই আগাম সাবধানতার জন্য মানুষ যখন বিভিন্ন সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিচ্ছেন। দীর্ঘক্ষন ধরে লাইনে দাঁড়িয়ে থাকা বৃষ্টি রোদ্দুর কে উপেক্ষা করে । মানুষের কষ্টের কথা ভেবে শ্রমিকদের ভ্যাকসিন এর ব্যবস্থা করে দিলেন MSME ও ( Dept. Govt.of West Bengal ), FASII ( Federation of Association of Small Industries of India) সংস্থার সহযোগিতায়, ব্যবস্থাপনায় ভবানী ইঞ্জিনিয়ারিং ইন্টারপ্রাইজ কম্পানি।
সংস্থার পক্ষ থেকে বাণীব্রত কাঁড়ার জানান তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে কল কারখানা সংলগ্ন এলাকাগুলিতে শ্রমিক ও তার পরিবার সহ মোট প্রায় পাঁচ হাজার জনকে ভ্যাকসিন করাতে সক্ষম হয়েছেন ।