গত দুই বছর পর আবারও রেড রোডে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
বৃষ্টি মাথায় নিয়েই চলল সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষাতি পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে নৃত্য পরিবেশন করল ছাত্রছাত্রীরা। অতিমারি আবহে গত দুই বছর পর আবারও রেড রোডে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এদিন সকালেই রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই আবারও চেনা মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন তিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এভাবে সামিল হয়ে যাওয়া, এক অন্য মাত্রা যোগ করেছে। মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার পরেই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাও যোগ দেন আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী, বিধায়ক থেকে দর্শকদের করতালিতে ভরে ওঠে রেড রোড।
স্বাধীনতা দিবসের বিশেষ ট্যাবলোগুলোও এবছর নজর কেড়েছে। দুর্গাপুজোর ট্যাবলো দেখা গেছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে। ট্যাবলো প্রদর্শনীর সময় শোনা গেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠের স্তোত্রপাঠ। প্রদর্শিত হয়েছে স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, সবুজ সাথী, দুয়ারে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ট্যাবলো।