‘সম্প্রীতি ও সাহসের গান’ শিরোনামের এক ব্যতিক্রমধর্মী গানে কণ্ঠ দিলেন দুই বাংলার জনপ্রিয় ছয় গুণী শিল্পী।
‘এসো এসো সুন্দরে/ এসো সত্যে/ এসো আনন্দে/ স্বপ্ন গড়তে’
এই গানটি গাইলেন ভারত এবং বাংলাদেশের ছয় জনপ্রিয় কণ্ঠশিল্পী
করোনা অতি মারিতে গোটা বিশ্ব যখন গভীর অসুখে সেই সময় দুই বাংলার সংগীতশিল্পীরা এগিয়ে এলেন।’এসো এসো সুন্দরে/ এসো সত্যে/ এসো আনন্দে/ স্বপ্ন গড়তে’। মহামারীর সংকটকালে সবাইকে উজ্জীবিত করতে গীতিকবি কবির বকুলের কথায় ও ইমন চৌধুরীর সুর সঙ্গীত এ গানটি গাইলেন ভারত এবং বাংলাদেশের ছয় জনপ্রিয় কণ্ঠশিল্পী। এই গানে বাংলাদেশ থেকে তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা এবং ভারত থেকে উষা উত্থুপ, রাঘব চট্টোপাধ্যায় ও জয় সরকার অংশ নিয়েছেন। এটা জীবনমুখী তো বটেই আদতে জীবনদায়ী গান। দুই বাংলার বাইরে নেদারল্যান্ডের এক বেহালা বাদক এতে অংশ নিয়ে সুরের মাত্রা এক শিখর নিয়ে গিয়েছেন।গানটি সম্পর্কে উচ্ছ্বসিত উষা উত্থুপ বলেছেন, ‘ এমন একটি চমৎকার গানের জন্য অন্যদের সঙ্গে একাত্ম হতে পেরে আনন্দিত।’ শিল্পী রাঘব চট্টোপাধ্যায় গানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বললেন, ‘ এই গানের ভাবনা টা দারুন। আমি ভীষন খুশী হয়েছি। সব গান গেয়ে তো তৃপ্তি পাওয়া যায় না, এই গানটা গেয়ে দারুন শান্তি পেয়েছি।’ তপন চৌধুরীর বলেন,’ এই গানের কথা, সুর – সঙ্গীত থেকে শুরু করে সবকিছুই ছিল খুব সুন্দর। চমৎকার যে ব্যাপারটি ঘটেছে, সম্প্রতি ও সাহসের কথা অসাধারণ ভাবে ফুটে উঠেছে। সবাই মিলে গানটি গেয়েছে ও দারুন। বকুল নিজের লেখা গান নিয়ে বলেন,’ এই গানটির নাম দিয়েছি “সম্প্রীতি ও সাহসের গান”। বৈশ্বিক এই সংকটকালে আমাদের নিজেদের প্রার্থনা জায়গাগুলো এক। তাই দুই বাংলার বড় শিল্পীদের এই সমন্বয়। সেই ভাবনা থেকেই এই সম্পত্তি আর সাহস প্রকাশের চেষ্টা করেছি’। শিল্পী বিশ্বজিৎ বলেন, ‘ গানের কথা, সুর, এবং সহশিল্পী হিসেবে তপন চৌধুরী, চন্দন সিনহার সঙ্গে ভারতের খ্যাতনামা শিল্পীরা যোগ দেওয়ার এই গানটি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যর বার্তা আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছে।’শিল্পীরা যার যার বাড়িতে বসে গানটি ভিডিওচিত্র ধারণের কাজটি করেছেন।