+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দমদম তরুণ দল

নিজস্ব সংবাদদাতা - October 7, 2021 10:23 am - শারদ গৌরব

দমদম তরুণ দল

পরিবর্তন প্রকৃতির নিয়ম, প্রকৃতি নিজেই পরিবর্তনের পথ দিয়ে চলে নিয়ম মেনে।পরিবর্তন অনিবার্য কিন্তু বিকৃতি ও সংস্কৃতির সঠিক মাত্রা মিশিয়ে জীবনের সঙ্গে ব্যবহারটাও চালিয়ে যেতে হয়। প্রাণের ব্যাপ্তি ও বিকাশের সঙ্গে প্রকৃতিকে নষ্ট করা যাবে না, তার ব্যবহারকে নতুন সজীবতায় ফিরিয়ে আনতে হবে নতুন প্রাণের প্রতিষ্ঠা করার মাধ্যমে। প্রকৃতির নিয়ম মেনেই শিখতে হবে, খেলতে হবে দেওয়া নেওয়ার খেলা। অর্থ্যাৎ মানুষ ও প্রকৃতির বন্ধন দৃঢ় করার সময় এসেছে।

আজ আমরা বুঝতে পারছি বর্তমান সময়ের প্রকৃতি, পরিবেশ এই সবকিছুর সমস্যা , সঙ্কটের মূলে আছে আমাদের কিছু সম্প্রদায়ের বেড়ে ওঠা, লাগাম ছাড়া লোভ ও লাভের লিপ্সা, ভোগসর্বস্য ভাবনা।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানব সভ্যতা, সংস্কৃতির সমৃদ্ধির জন্য আজকে নানান অবক্ষয়ের সময়ে জীবনের মূলমন্ত্রকে পাথেয় করে জগতের সবকিছুতেই ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করে সর্বত্র জগতের মঙ্গলের জন্য ক্ষিতি, অপ, তেজ, মরু, ও ব্যোম এই পঞ্চভূতের জয়গান গেয়ে প্রাণের সঞ্চার করে যাওয়া।

এইভাবেই পৃথিবী হোক চিরসজীব, সবুজ ও আনন্দময়। সুরের মধ্যে না পড়ুক কোনো অসুরের প্রকোপ। বাঁচো ও বাঁচতে দাও এই হোক মূলমন্ত্র। লাহে লাহে জীবনের আসল মন্ত্রকে খুঁজে পাক সবাই।
মায়ের আগমনী গান আমাদের প্রাণে বাঁচার শক্তি বাড়িয়ে তুলুক। জীবন হোক পবিত্র, আনন্দময়, নিরোগ ও উন্নত।

 

শিল্পী : দেবতোষ কর (পাপু)
আবহ : শতদল চট্টোপাধ্যায়
আলো : প্রবাল বসু


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube