দমদমপার্ক তরুণ সংঘ
“তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু”
যা কিছু দিয়েছি প্রকৃতিকে যুগ যুগ ধরে তাই ই কী ফিরিয়ে দিচ্ছে প্রকৃতি অতিমারির রূপে – নিউটনের সূত্র ধরে ? এই প্রশ্নের উত্তর খুঁজছে সারা বিশ্ব। তাবড় তাবড় জ্ঞানীগুণীজন আজ শঙ্কিত, উদ্বিগ্ন, চিন্তিত – ঠিক যেমন চিন্তিত রদ্যাঁ’র ভাস্কর্য “Thinker”। না সাদা না কালো, এক ধূসর সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। গতিমন্থরতা যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে মানবসভ্যতাকে। এই সময়কে গতিময় ও জ্যোতির্ময় করতে প্রয়োজন সদিচ্ছা, উদ্যোগ আর আত্মবিশ্বাস।
বিশ্বাস হারানো পাপ, তাই তো বুকে গভীর আছে প্রত্যয়। আমরা সেই বোকা বুড়োর মতো সামনের পাহাড় ভেঙে পথ তৈরি করবোই। তাই পাল্টে দেওয়ার স্বপ্নটাকে জাপ্টে ধরে সবাই মিলে টান মারি সময়ের জাঁতাকলে থমকে যাওয়া সেই ঘড়ির কাঁটাকে। আমরাই পারব নতুন স্বপ্নের ভোর আনতে। তাই, চলো পাল্টাই।