দুপুরের পর থেকে কিছুটা উন্নতি হবে কলকাতার আবহাওয়ার।
বৃষ্টির দাপট থেকে কিছুটা রেহাই মিলেছে কলকাতাবাসীর। যদিও বুধের সকালেও হালকা বৃষ্টি হয়েছে শহরে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দুপুরের পর থেকে কিছুটা উন্নতি হবে কলকাতার আবহাওয়ার। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বাড়বে বৃষ্টির দাপট। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বর্ধমানে। তবে পূর্বের জেলাগুলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। কলকাতার আবহাওয়াও ধীরে ধীরে উন্নতি হবে।
এদিকে, টানা বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রাও। মঙ্গলবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৯.২ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
প্রসঙ্গত, গত কয়েকদিনের বৃষ্টিতে জলযন্ত্রণার ছবি সামনে এসেছে। এখনও জলের তলায় জেলার বিভিন্ন এলাকা। আজ ফের বৃষ্টির সম্ভাবনা থাকায় জেলায় ফের দেখা যেতে পারে জলছবির, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।