ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির সজোরে ধাক্কায় লাইনচ্যুত ২টি কামরা। রেল সূত্রে খবর, দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক। তাঁর দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গৌহাটি থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে। আচমকাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি। তাতেই লাইনচ্যুত হয় পিছনের দুটি কামরা। ছিটকে পড়ে পাশের জমিতে। সংঘর্ষের তীব্রতায় দুটি কামরাই দুমড়ে মুচড়ে যায়। ভারী বৃষ্টি উপেক্ষা করেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।