ফের ভয়াবহ রেল দুর্ঘটনা।
ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। আবারও ঘটনাস্থল ওড়িশার কটক। রবিবার লাইনচ্যুত হল কামাখ্যা এক্সপ্রেস। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, কামাখ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আতঙ্কে যাত্রীদের ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েন। দুর্ঘটনার খবর পেলেও রেল আধিকারিকরা এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছননি।
জানা গেছে, কটকের মাঙ্গুলি হল্টের চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের গতি ওই অঞ্চলে কম ছিল। তার জের প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিন সকালে হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন যাত্রীরা। কয়েকজন ঝাঁপ দিয়ে নীচে নামেন। তখনই দেখা যায়, একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত বগির মধ্যে তিনটি জেনারেল কামরা ছিল।
রবিবার বেলা ১১টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। রেলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই উদ্ধারকালী দল পৌঁছেছে। যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে একটি বিকল্প ট্রেন পাঠানো হয়েছে। কীভাবে ট্রেনের পরপর ১১টি বগি লাইনচ্যুত হল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।