শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে কম্পন অনুভূত হয়।
বাংলাদেশে ভূমিকম্প। শনিবার সকালে বাংলাদেশের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। আর তার প্রভাবে কম্পন টের পাওয়া গেল কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে।
কলকাতার একাধিক অংশ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। বসিরহাট, হিঙ্গলগঞ্জেও মৃদু কম্পন অনুভূত হয়। ডুয়ার্সে তুলনামূলক বেশি কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়। লাদাখেও ভূমিকম্প হয়েছে। শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। তবে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। হতাহতের খবর পাওয়া যায়নি।