+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভূমিকম্পে কেঁপে উঠল নিউ জিল্যান্ড।

নিজস্ব সংবাদদাতা - April 24, 2023 10:48 am - আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল নিউ জিল্যান্ড।

চিত্র সৌজন্যে: Jagran English

সোমবার ভোরবেলায় জোরাল কম্পন অনুভূত হয় কের্মাডেক দ্বীপপুঞ্জে। যার জেরে ফের সুনামি সতর্কতা জারি হল দেশে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে কের্মাডেক দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। যার ফলে ওই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপের বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসেও কের্মাডেক দ্বীপপুঞ্জে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দুই মাসের মধ্যে দু’বার জোরাল কম্পনে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

প্রসঙ্গত, নিউ জিল্যান্ড ভূমিকম্পপ্রবণ দেশ। প্রতি বছরই প্রায় একহাজার বার কম্পন অনুভূত হয়। গত ফেব্রুয়ারি মাসে তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পের জেরে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর দুই মাসের মধ্যে পরপর শক্তিশালী ভূমিকম্প অনুভূত হচ্ছে নিউ জিল্যান্ডে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube