মঙ্গলবার ইস্টবেঙ্গলকে ফুটবলস্বত্ব ফিরিয়ে দেয় শ্রী সিমেন্টে।
মঙ্গলবার ইস্টবেঙ্গলকে ফুটবলস্বত্ব ফিরিয়ে দেয় বিনিয়োগকারী সংস্থা। যার ফলে নতুন বিনিয়োগকারীর সঙ্গে যুক্ত হতে আর কোনও বাধা থাকল না। শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছেদ হওয়া যে শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা জানাই ছিল। দু’বছর ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসেবে ছিল তাঁরা। কিন্তু শ্রী সিমেন্টের সঙ্গে লাল হলুদ কর্তাদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। গাঁটছড়া বাঁধার পর থেকেই নানান বিষয়ে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত শুরু হয়। গত বছরই সরে যেতে চেয়েছিল শ্রী সিমেন্ট। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে কোনওক্রমে একটা বছর তাঁদের টিকিয়ে রাখা হয়। কিন্তু কোনওভাবেই আরও একটা বছর লাল হলুদের সঙ্গে থাকতে চায়নি তাঁরা। তাই শ্রী সিমেন্টের বিদায় নিশ্চিত ছিল। বেশ কয়েকদিন ধরেই নতুন স্পনসর খোঁজার কাজ শুরু করে দিয়েছেন লাল হলুদ কর্তারা। একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে। তারমধ্যে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বাংলাদেশের বসুন্ধারা গ্রুপের সঙ্গে। বসুন্ধারার কর্তাদের ক্লাবে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনাও দেওয়া হয়। ইস্টবেঙ্গলের প্রতিনিধি দলও বাংলাদেশ গিয়েছিল। গত একমাসে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করে ফেলেছেন লাল হলুদের অন্যতম কর্তা দেবব্রত সরকার। তবে ক্লাবের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, নতুন কোনও বিনিয়োগকারী পাওয়া পর্যন্ত ক্লাবের যাবতীয় কাজকর্ম সামলাবেন ইস্টবেঙ্গল কর্তারাই।