+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’।

নিজস্ব সংবাদদাতা - July 11, 2021 10:12 am - রাজ্য

দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’।

দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’। আগামী ২১ জুলাই থেকে তা প্রতিদিন ছাপা হবে বলে সোশ্যাল মিডিয়ায় জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। প্রসঙ্গত, ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ দিবস’। আর নতুনরূপে আত্মপ্রকাশের জন্য সেই দিনটিকেই বেছে নিয়েছে তৃণমূল। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টুইট করে লেখেন, ‘জাগো বাংলার প্রতিষ্ঠার পর থেকেই তা বাংলার মানুষের মনের কথা তুলে ধরেছে। মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গি তুলে ধরে এটি গোটা রাজ্যের মানুষের হৃদয়ে প্রবেশ করেছে। এবার এই জাগো বাংলা নবরূপে আসতে চলেছে।’ প্রসঙ্গত, সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ ১৯৬৭ সালে আত্মপ্রকাশ করে। প্রথমদিকে এটি সান্ধ্য হিসেবে প্রকাশিত হত। এরপর আটের দশক থেকে প্রতিদিন সকালে গণশক্তি প্রকাশিত হতে শুরু করে। এদিকে বছর তিনেক আগে সিপিআইয়ের মুখপত্র ‘কালান্তর’ বন্ধ হয়ে যায়। ২০০৪ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পথচলা শুরু করেছিল ‘জাগো বাংলা’। বামেদের পর রাজ্যে এই প্রথম তৃণমূলের দৈনিক মুখপত্র প্রকাশ হতে চলেছে। অন্যদিকে, বিজেপির তেমন কোনও মুখপত্র নেই। ২০২৪-কে সামনে রেখে তৃণমূলের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube